আপনার পরিবারের সেই সকল প্রিয় মানুষ ,যারা নিজের খেয়াল নিজে রাখতে অপারগ। অনেক দিন ধরে বিছানায় জীবন যাপন করছে। যারা অন্যর সাহায্য ছাড়া চলাচল করতে পারে না। অথবা হসপিটাল থেকে বাসায় ফেরার পর নার্সিং সেবা প্রয়োজন। ঠিক তাদেরই জন্য আমাদের এই হোম কেয়ার সার্ভিস।
আমরা যাদের সার্ভিস দিয়ে থাকি:
০১। অসু’স্থ বৃদ্ধ-বৃদ্ধা (ডিমোনেশিয়া রোগী)।
০২। শারী-রিক মান-সিক ভারসাম্যহীন বৃদ্ধ-বৃদ্ধা।
০৩। চলাফেরায় অক্ষম বা স্টক করা এমন বৃদ্ধ-বৃদ্ধা।
০৪। শরী’রে ক্ষ’ত, ঘা, পচ’ন সৃষ্টি হয়েছে এমন বৃদ্ধ-বৃদ্ধা।
০৫। চিকি-ৎসা সর-ঞ্জাম (মেডি’কেল ডিভাইস) শরীরে বহনকারী বৃদ্ধ-বৃদ্ধাদের।
০৬। দীর্ঘ দিন যাবত অজ্ঞান অবস্থায় বিছানায় চিকিৎ’সাধীন রয়েছে এমন বৃদ্ধ-বৃদ্ধা।
০৭। দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎ-সাধীন (আইসিইউ, সিসিইউতে) ভর্তি থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের।
আমাদের সেবা সমূহ:
✔ নার্স : আপনাদের প্রিয় বৃদ্ধ-বৃদ্ধাদের সেবা বা পরিচর্যার প্রয়োজনে আপনার নিজ বাসা/বাড়িতে ১২/২৪ ঘণ্টা দীর্ঘ মেয়াদী নার্সিং সেবা।
✔ আয়া/ওর্য়াডবয় : আপনার বৃদ্ধ/অসুস্থ পিতা-মাতা বা প্রিয়জ’নের পরিচর্যার প্রয়োজনে আয়া/ওয়ার্ডবয় সার্ভিস।
✔ ফিজিওথেরাপি : প্রশিক্ষিত ও সুদক্ষ ফিজি’ওথেরাপিষ্ট দ্বারা সকল প্রকার ফিজি’ওথেরাপি বাড়িতে গিয়ে প্রদান হয় ।
✔ চিকি’ৎসা সরঞ্জাম : যেমন অক্সি’জেন সিলিন্ডার, ডায়া’বেটিস মেশিন, লেবু’লাইজার মেশিন, ব্লাড প্রেসার মেশিন, ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন, ছাকার মেশিন, হুইল চেয়ার, এয়ারমেট্রেসসহ সকল প্রকার চিকি’ৎসা সেবা সর’ঞ্জাম বাড়িতে সরবরাহ করা হয়।
✔ জরুরী প্রয়োজনে : আমরা ডিপ্লোমা নার্স দ্বারা সকল প্রকার আই-ভি ক্যানোলা, আই-ভি এন্ড এম ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন, সকল প্রকার ড্রেসিং, ক্যাথেটার, এন-জি টিউব, ব্লাড প্রেসার, গ্লুকোজ পরিমাপসহ জরুরী সেবা প্রদান করা হয়।
বি: দ্র: সকল প্রকার মেডিকেল ইকুইপমেন্ট সহ বাসায় নার্সিং সেবা, ফিজিওথেরাপি, ডা.হোম ভিজিট, বেবি কেয়ার, জরুরি মূহুর্তে এম্বুলেন্স সেবা দিচ্ছি আমরা।
ফোন নাম্বার – +8801719-996206, +8801717-661190
ওয়েবসাইট – https://shojonsheba.com/
যোগাযোগ- বাসাঃ ৪, মাদানি এভিনিউ, ভাটারা, বারিধারা, ঢাকা-১২১২।